/anm-bengali/media/media_files/Fp6T33HtOGcmgRjRUVIV.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/media_files/IkPc4azjWJCSFu5MB9Z3.jpg)
এদিন, শুভেন্দু অধিকারী মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভায় অংশ নিয়ে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন এবং বিজেপির প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী প্রচারণায় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং বিজেপির উন্নয়নমূলক কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন।
/anm-bengali/media/media_files/Mnnys01WHD5YqMuR0AG0.png)
এই উপনির্বাচনে বিজেপি তাদের প্রার্থী শুভজিৎ রায়কে শক্তিশালী ভাবে সামনে রেখে তৃণমূলের প্রভাব মোকাবিলা করতে চায়। শুভেন্দু অধিকারীর প্রচারণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে, এবং বিজেপি সমর্থকদের মধ্যে উৎসাহ বেড়েছে।
#WATCH | West Midnapore: West Bengal LoP Suvendu Adhikari held an election campaign in support of the BJP candidate for the Medinipur assembly bye-election, Subhajit Roy pic.twitter.com/hWcvRwo3Qq
— ANI (@ANI) November 7, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us