অবৈধ বালি পাচার, বড় সাফল্য পুলিশের

নকল সিও ব্যাবহার করে  সুবর্ণরেখা নদী থেকে চলছে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ, আটক লরি, গ্রেফতার ৪।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s


নিজস্ব প্রতিনিধি: কখনো বালি বোঝাই গাড়ির নাম্বার প্লেট নকল করে বালি পাচার করা হচ্ছে, আবার কখনো নকল বালি তোলার অনুমতি পত্র (সিও) ব্যবহার করে দেদার চলছে অবৈধভাবে বালি পাচার। এবার অবৈধ বালি পাচার রোধে নয়াগ্রাম থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর আসে, নয়াগ্রাম থানার পুলিশের কাছে। নকল বালি তোলার অনুমতি পত্র (সিও ) ব্যবহার করে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর বালি খাদান থেকে অবৈধ বালি বোঝাই ট্রাকগুলি রমরমিয়ে অবৈধভাবে বালি পাচার হচ্ছে।

বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্র নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নয়াগ্রাম থানার নয়াগ্রাম কালী মন্দির চত্বরে রাজ্য সড়কের উপর নাকা চেকিং চালিয়ে অবৈধ চারটি বালি বোঝাই ট্রাককে আটক করল পুলিশ। সেই সঙ্গে ঘটনায় চারজন গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। গতকালই অভিযুক্ত গাড়ির চালকদেরকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্ৰাম থানার পুলিশ। অভিযুক্তরা হলেন, অমরজিৎ বেরা, বাড়ি বেলিয়াবেড়া থানার ভামাল গ্রামে। দুখিরাম বাগ, বাড়ি বেলিয়াবেড়া থানার আশকোলা গ্ৰামে। রঞ্জিত মাইতি, বাড়ি পূর্ব মেদিনীপুরের খিচুরির জঙকা গ্রামে। অবনীন্দ্রনাথ সিংহ, বাড়ি পূর্ব মেদিনীপুরের বিশ্বনাথপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে  বালি বোঝাই গাড়িগুলির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে।