আমাদের নদী থেকে আমরা বঞ্চিত! এবার বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কাশ্মীরিদের!

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, "সিন্ধু আমাদের নদী। তার জল থেকে আমরাই বঞ্চিত।"

author-image
Tamalika Chakraborty
New Update
farooq abdulah

নিজস্ব সংবাদদাতা: বিলাওয়াল ভুট্টো সিন্ধু জল চুক্তি নিয়ে ফের একবার ভারতকে  হুমকি দেন। শুক্রবার একটি জনসভা থেকে বলেন, পাকিস্তানে সিন্ধু নদী দিয়ে হয় জল প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত। এই প্রসঙ্গে জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ বলেছেন, "আমরা যদি বিলাওয়াল ভুট্টোর বক্তব্য অনুসরণ করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারব না। আমি অনেক দিন ধরেই বলে আসছি যে সিন্ধু জল চুক্তি আবার পর্যালোচনা করা উচিত। আমাদের নদী, তবুও আমরা তা থেকে বঞ্চিত।"

indus waterindus water