পঞ্চম স্থান ঝাড়গ্রামের সোমতীর্থর, দিলেন তার সাফল্যের ভূমিকার স্বীকৃতি

'পড়াশোনার পাশাপাশি গান, গোয়েন্দা সমগ্র পড়তেও ভাল লাগে', জানাল মাধ্যমিকে পঞ্চম সোমতীর্থ করণ।

author-image
Aniket
New Update
z



 
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের কুলটিকরী এলাকার সোমতীর্থ করণের অসাধারণ কৃতিত্ব, রাজ্যে পঞ্চম স্থান। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন আনন্দে উচ্ছ্বসিত ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের এক পরিবার। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোমতীর্থ করণ এবার রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯১। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার যোকুয়া গ্রামে। তবে সে ছেলেবেলা থেকেই সে থাকছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে।

সেখান থেকেই নিয়মিত পড়াশোনা ও মানসিক বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার এই অসাধারণ সাফল্যের ভিত্তি। শুধু পড়াশোনাতেই নয়, গান, কবিতা আবৃতি, ছবি আঁকা ও বিভিন্ন ধরনের গোয়েন্দা কাহিনির বই পড়ার মধ্যেও তার আগ্রহ বরাবরের। পড়াশোনার বাইরে এই সাংস্কৃতিক চর্চাই তাকে মানসিকভাবে সুসংগঠিত করেছে বলে মনে করছে তার পরিবার ও শিক্ষকরা। এই অভূতপূর্ব সাফল্যের জন্য সোমতীর্থ কৃতজ্ঞতা জানিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে। সে বলেছে, “তাদের নির্দিষ্ট পথ ও শৃঙ্খলার মধ্যে থেকেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি চিরকৃতজ্ঞ।” পরিবার ও গ্রামবাসীদের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে সোমতীর্থের এই সাফল্য। জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক ছাত্রের এমন সাফল্য নিঃসন্দেহে বহু ছাত্রের অনুপ্রেরণা হয়ে থাকবে।