New Update
/anm-bengali/media/media_files/2025/05/03/4WHjMstZdXzNmZS2WG6Z.png)
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে উজ্জ্বল কৃতিত্বের সাক্ষী হয়েছে ঝাড়গ্রাম জেলা। জেলার নবম এবং সাঁকরাইল ব্লকে প্রথম স্থান অধিকার করেছে রোহিনী সিআরডি হাই স্কুলের ছাত্র সৌম্যদীপ দাস। তার প্রাপ্ত নম্বর ৬৬৯। জানা গেছে, সৌম্যদীপ রোহিনী এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল অদম্য ইচ্ছাশক্তি ও নিষ্ঠা। তার এই অসাধারণ সাফল্যে খুশি পরিবার, শিক্ষকবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।
/anm-bengali/media/post_attachments/3dcbc2b8-505.png)
এদিন সৌম্যদীপের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। সৌম্যদীপকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এলাকাবাসীও গর্বিত মুখে জানিয়েছেন, সৌম্যদীপ তাদের গর্ব এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেছেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us