/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার পর যখন গোটা দেশজুড়ে গুড়গুড় ফিসফিস চলছে সীমান্ত গুলিতে, ঠিক তখনই শিলিগুড়ির মাটিগাড়া ক্যাম্পে আচমকাই ঢোকার চেষ্টা করলো এক আফগান নাগরিক। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
যা জানা যাচ্ছে, ওই আফগান নাগরিকের নাম আসিফ খান। সে পেশায় কাবুলিওয়ালা। অভিযুক্ত দাবি করেছে, ক্যাম্পের ভিতরে কোনও সেনা তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে নাকি সেই টাকা চাইতেই ক্যাম্পের ভিতরে প্রবেশ করছিল।
/anm-bengali/media/media_files/2024/11/07/pPP5UEHiXe1QzPTJI6aT.jpg)
তবে, তাঁর এই দাবি মানতে নারাজ সেনাবাহিনী। কেননা, কোনও সেনা অন্তত কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার করবে না। আর যদি তা করেও থাকে, তাহলে সেই অভিযুক্ত কাবুলিওয়ালা টাকা চাওয়ার জন্যে সরাসরি ক্যাম্পে প্রবেশ করে যাবে না।
তাঁর এই কথা অসন্তোষজনক হওয়ায় সেনা ক্যাম্পের পক্ষ থেকে পুলিশকে ডাকা হয় এবং পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। আপাতত, তাঁকে জেরা করছে মাটিগাড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে শিলিগুড়ির সেনা ক্যাম্পে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us