শীঘ্রই যুদ্ধ শুরু হবে! ৪৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি পাকিস্তানের

৪৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করল পাকিস্তান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan pm  s

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার পর উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার ৪৫০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছে বলে  দাবি করেছে। সিন্ধু নদীর জল পাকিস্তানে না পৌঁছালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলেও পাকিস্তানের তরফে হুমকি দেওয়া হয়।  আগে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল  ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভারত থেকে সামরিক হামলার আশঙ্কা করছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। কয়েকদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ মন্তব্য করেছিলেন, তাঁদের দেশে সামরিক অনুপ্রবেশ আসন্ন। 

indus river