জাতিগত আদমশুমারির ক্ষেত্রে মানতে হবে এই নিয়ম

এটি কেবল প্রথম পদক্ষেপ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
caste census.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার উত্তেজনার মাঝেই দেশজুড়ে চর্চা চলছে আরও এক বিষয় নিয়ে। তা হল জাতিভিত্তিক গণনা নিয়ে। এদিন এই প্রসঙ্গে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “দীর্ঘদিন ধরে জাতিগত আদমশুমারির দাবি করা হচ্ছিল। যেমন এলওপি বলেছেন, এটি কেবল প্রথম পদক্ষেপ। এর পরে, আরও অনেক কিছু আছে, যেমন সংরক্ষণের পরিধি বৃদ্ধি করা উচিত, বেসরকারি খাতে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, সংসদ ও রাজ্য বিধানসভায় আসন পুনর্বণ্টন করে এই শ্রেণীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকা উচিত। অতএব এই বিষয় গুলো পূরণ না হওয়া পর্যন্ত আদমশুমারিও সম্পূর্ণ হবে না"।

manoj jha