আরজি কর কাণ্ডে নতুন মোড়, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক
কামিয়ানস্কেতে রুশ হামলায় নিহত ১, আহত ৮ — ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ
ইভানো-ফ্রাঙ্কিভস্কে অফিসে চার্জিং স্টেশন বিস্ফোরণ — আহত দুই, ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত
বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী

মাধ্যমিকে সপ্তম স্থান- ফোন এল দেবের

মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অর্জনকারী ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের কৃতি ছাত্র অরিত্র সাঁতরাকে ফোনে শুভেচ্ছা সাংসদ দেব-এর।

author-image
Aniket
New Update
vb

File Picture


 
নিজস্ব প্রতিনিধি: গতকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে, মাধ্যমিকের ফলাফলে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের অরিত্র সাঁতরা, অরিত্র'র প্রাপ্ত নম্বর ৬৮৮। আজ দুপুরে অরিত্রর বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন অরিত্র'র স্কুলের শিক্ষকরাও। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংসদ প্রতিনিধি রামপদ মান্না।

সেখান থেকেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব এর সাথে ফোনে যোগাযোগ করেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং অরিত্র'র সাথে দেবের ফোনে কথপোকথন হয়। ফোনে অরিত্রকে শুভেচ্ছা জানান ঘাটালের সাংসদ দেব। দেবের সাথে ফোনে কথা বলে এবং দেবের শুভেচ্ছায় আপ্লুত ঘাটালের কৃতি ছাত্র অরিত্র।