/anm-bengali/media/media_files/2025/05/03/hrNVJdFfzGsJztAmMaBO.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি: গতকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে, মাধ্যমিকের ফলাফলে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের অরিত্র সাঁতরা, অরিত্র'র প্রাপ্ত নম্বর ৬৮৮। আজ দুপুরে অরিত্রর বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ আরও অনেকে।
/anm-bengali/media/post_attachments/d91d19be-ec6.png)
উপস্থিত ছিলেন অরিত্র'র স্কুলের শিক্ষকরাও। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংসদ প্রতিনিধি রামপদ মান্না।
/anm-bengali/media/post_attachments/04eb4d7f-ade.png)
সেখান থেকেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব এর সাথে ফোনে যোগাযোগ করেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং অরিত্র'র সাথে দেবের ফোনে কথপোকথন হয়। ফোনে অরিত্রকে শুভেচ্ছা জানান ঘাটালের সাংসদ দেব। দেবের সাথে ফোনে কথা বলে এবং দেবের শুভেচ্ছায় আপ্লুত ঘাটালের কৃতি ছাত্র অরিত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us