রক্তদানে বিডিও- মহৎ বার্তা

উদ্ধোধন থেকে রক্তদাতার ভূমিকায় বিডিও ও বন দপ্তরের রেঞ্জার, বেডে শুয়েই রক্তদানের বার্তা বিডিওর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাংকের আজ সপ্তম তম জন্মদিন। বর্তমানে এই ব্ল্যাড ব্যাংকে ১৭৫ ইউনিট রক্ত সঞ্চয় রয়েছে বিভিন্ন গ্রুপের। আর শনিবার ব্ল্যাড ব্যাংকের জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির করলো ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাংক।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, ডেবরা বন বিভাগের রেঞ্জার দেবাশীষ বিশ্বাস, BMOH, হাসপাতাল সুপার সহ অনান্যরা। উদ্ধোধক হিসেবে উপস্থিত হয়েছে রক্তদান করলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী এবং ডেবরা বন বিভাগের রেঞ্জার দেবাশীষ বিশ্বাস। এদিন বেডে শুয়েই বিডিও বলেন, "স্বেচ্ছায় রক্তদান হোলো মহৎ কাজ। সবাই রক্তদান করুন। মানুষের জীবন বাঁচান"।