/anm-bengali/media/media_files/2025/07/05/d3bcabe3-d783-4ee8-9439-c8525b84011d-2025-07-05-14-31-45.jpeg)
অন্ডাল:- সূত্রের খবর ইনস্টাগ্রামে দুই বন্ধুর মধ্যে বাক বিতন্ডা। পরবর্তী সময়ে এক বন্ধু আর এক বন্ধুকে হত্যার ছক কষে। বন্ধুকে হত্যার জন্য ডাকা হয় এক নির্জন জায়গায়। কিন্তু হত্যা করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় দুই বন্ধু ও তাদের পরিচিত এক যুবক।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে অন্ডাল থানা এলাকার অন্ডাল কাজী নজরুল বিমানবন্দরের পার্শ্ববর্তী বিশ্বেশ্বরী কোলিয়ারি থেকে আমলৌকা যাওয়ার রাস্তায় পুলিশ তিন যুবককে আটক করে নিয়ে আসে উখড়া ফাঁড়িতে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃতদের সঙ্গে একটি একটি চার চাকা গাড়ি ছিল।
গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম শুভম মাহাত, বলরাম চৌহান ও বিকাশ কুর্মি। শনিবার সকালে ধৃত তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।