মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো

ওই দিন চলবে বাড়তি ৫২টি মেট্রো।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
123

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটা দিন। আর তার আগেই মহালয়ার সকালে বাঙালিকে দিল বাড়তি সুবিধার খবর কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিনে চলবে ১৮২টি মেট্রো। সাধারণ রবিবার যেখানে ১৩০টি মেট্রো চলে, সেখানে ওই দিন চলবে বাড়তি ৫২টি মেট্রো।

আপ লাইনে চলবে ৯১টি মেট্রো। ডাউন লাইনে চলবে ৯১টি মেট্রো। সিংহভাগ মেট্রোই দক্ষিণেশ্বর থেকে ছাড়বে অথবা দক্ষিণেশ্বরেই শেষ করবে যাত্রা।

metro

প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি - 
নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ ও ৬:৫৫ মিনিটে।
মহানায়ক উত্তমকুমার ও শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে সকাল ৬:৫৫ ও ৬:৫৪ মিনিটে।
শেষ মেট্রোর সময় অবশ্য একই থাকবে।

সব মিলিয়ে, পুজোর আগে ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো।