আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০

বাংলাতেও আক্রান্তের হদিশ মিলেছে গতবছর ও চলতি বছরে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ameba virus

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরলে ফের ভয়ঙ্কর মস্তিষ্ক-খেকো অ্যামিবার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ জনে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলছে কোঝিকোড় ও মালাপ্পুরম জেলায়।

চিকিৎসকদের দাবি, এই রোগ মূলত পরিষ্কার জলের মাধ্যমেই ছড়ায়। নাক দিয়ে শরীরে প্রবেশ করে অ্যামিবা সরাসরি মস্তিষ্কে চলে যায় এবং দ্রুত সংক্রমণ ঘটায়। ফলে রোগী আক্রান্ত হন ব্রেন ফিভারে, মস্তিষ্ক প্রায় অকেজো হয়ে পড়ে।

আরও ভয়ের কথা হল, শুধু কেরল নয়, বাংলাতেও আক্রান্তের হদিশ মিলেছে গতবছর ও চলতি বছরে। প্রায় ২০ জন অ্যামিবা আক্রান্ত হয়েছেন এই বাংলায়। এর মধ্যে ১৪ জন ভর্তি মল্লিকবাজারের INK হাসপাতালে। গতবছর এসএসকেএম হাসপাতালেও এক অ্যামিবা আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে।

brain eater amiba

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কেরল সরকার বিদেশ থেকে বিশেষ ধরণের অ্যান্টিবায়োটিক আমদানি করেছে। দাবি করা হচ্ছে - বিশ্বে যেখানে এই সংক্রমণে মৃত্যুহার প্রায় ৯৫%, সেখানে এই ওষুধ ব্যবহার করে তা নামানো হয়েছে ২৫% পর্যন্ত। রাজ্যজুড়ে জলাশয়গুলিতে ক্লোরিনেশন করা হচ্ছে। চিকিৎসকরা সতর্ক করছেন, সাঁতার কাটা, জলে খেলা বা দীর্ঘক্ষণ জলে বসে থাকা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

সব মিলিয়ে, মারণ অ্যামিবা সংক্রমণ কেবল কেরল নয়, বাংলার জন্যও চিন্তার কারণ হয়ে উঠছে।