গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

“২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-18 10.37.56 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতের মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক অধ্যায় রচনার পথে এগোচ্ছে ইসরো। সংস্থার প্রধান ভি. নারায়ণন জানিয়েছেন, বহু প্রতীক্ষিত গগনযান মিশন এখন অত্যন্ত অগ্রসর পর্যায়ে রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে প্রথম মানববিহীন মিশন উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষের পরিবর্তে থাকবে আধা-হিউম্যানয়েড ‘ব্যোমমিত্রা’।

তিনি বলেন, “ডিসেম্বরে আমরা প্রথম মানববিহীন মিশন পাঠাব। এতে একজন মানুষের পরিবর্তে থাকবে ব্যোমমিত্রা নামের একটি অর্ধমানব রোবট। এই মিশন সফল হলে আগামী বছরে আরও দুটি মানববিহীন উড়ান সম্পন্ন করা হবে। এরপর ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আমরা নিজেদের গগনযাত্রীকে মহাকাশে পাঠাতে চাই এবং নিরাপদে ফিরিয়ে আনতে চাই।”

নারায়ণন আরও জানান, গগনযান মিশনের জন্য নির্বাচিত নভোচারীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে এবং তাঁরা বিশেষ প্রশিক্ষণও সম্পূর্ণ করেছেন। মিশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা জোরকদমে তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গগনযান মিশন সফল হলে ভারত হবে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যারা নিজস্বভাবে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম। শুধু তাই নয়, এই মিশন ভারতের মহাকাশ প্রযুক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতের বৃহত্তর মহাকাশ অভিযানের দরজা খুলে দেবে।