/anm-bengali/media/media_files/2025/09/18/whatsapp-image-2025-09-18-2025-09-18-20-01-14.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৫ নং মালীগ্রাম গ্রাম পঞ্চায়েতের নয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হলেন খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও। এছাড়াও ছিলেন পিংলার বিডিও লেপচা শেরপা ওয়াংচু, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্য সেখ সবেরাতি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মানিক খাঁন,পূর্ত কর্মাধ্যক্ষ সেখ মাজারুল সহ অনান্যরা।
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও বলেন, "পশ্চিম মেদিনীপুর জেলার বাল্য বিবাহের দিকে প্রথম সারিতে রয়েছে পিংলা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার বাল্য বেলায় মেয়েদের বিয়ে দেবেন না। রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে তাদের জন্য। সেগুলকে কাজে লাগান। মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন"। পাশাপাশি তিনি ক্যাম্পে প্রত্যেকটি টেবিল ঘুরে ঘুরে দেখেন।পাশাপাশি পিংলায় নয়ার পট পাড়াতে একটি তোরনের আবেদন করা হয়েছিল। সেই বিষয়টি নিয়েও ভাবার কথা জানান মহকুমা শাসক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/18/whatsapp-image-2025-09-18-2025-09-18-20-01-32.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us