সরকারি হাসপাতালে মহিলা কর্মীকে ধর্ষণের প্রতিবাদ! SUCI- এর ১২ ঘন্টার বনধ, দফায় দফায় উত্তেজনা

এক ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো এক ঘটনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-18 at 5.05.53 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: দফায় দফায় অবরোধ আর বিক্ষোভে উত্তাল হল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। সরকারি হাসপাতালের ভেতর মহিলা কর্মীকে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ১২ ঘন্টার বনধের ডাক দেয় এসইউসিআই। বনধ সফল করতে এদিন সকাল ৬টা থেকেই পথে নেমে স্টেশন বাজার, পুরাতন বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পিকেটিং করে বিক্ষোভ দেখান সমর্থকরা। এই বিক্ষোভের জেরে দফায় দফায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা। পরে পাঁশকুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিন বিক্ষোভকারীরা পাঁশকুড়া স্টেশন বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে দেয়। পরে ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পিতপুরে বনধ সমর্থককারীরা পথ অবরোধ করেন। দলের ছাত্র সংগঠন এআইডিএসও'র কর্মীরা পাঁশকুড়া বনমালী কলেজের গেটেও বিক্ষোভে সামিল হন। দলের কর্মী-সমর্থকরা পিতপুর হাসপাতাল গেটেও বিক্ষোভ প্রদর্শন করেন। এসইউসিআইয়ের তরফে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি ও সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

প্রণব মাইতি আজকের বনধ্ কর্মসূচি সফল করার জন্য পাঁশকুড়া ব্লকবাসীকে অভিনন্দন জানান। নারায়ণ চন্দ্র নায়ক বলেন, "আমাদের দাবিগুলি পূরণে প্রশাসন কার্যকরী উদ্যোগ অবিলম্বে গ্রহণ না করলে দল আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে"। প্রসঙ্গত, গত রবিবার বেলার দিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোররুমের ভেতর ধর্ষিতা হয়েছিলেন ওই হাসপাতালেরই মহিলা কর্মী। এই ঘটনায় অভিযুক্ত বেসরকারি সংস্থার ফেসিলিটি ম্যানেজারকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে আর জি করের পর হাসপাতালের সুরক্ষার নগ্ন চিত্র আরও একবার প্রকাশ্যে এল বলে দাবি এলাকাবাসীর। তারই প্রতিবাদে এদিন বনধের ডাক দেয় এসইউসিআই।

Rape