বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী

মহালয়ার পরের দিনকেই বেছে নেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GST

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেবীপক্ষের শুভক্ষণকে সামনে রেখেই নতুন জিএসটি কাঠামো কার্যকরের দিন ঘোষণা করল মোদী সরকার। ২২ সেপ্টেম্বর থেকে চালু হতে চলা এই নতুন কর ব্যবস্থা নিয়ে সোমবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে আয়োজিত এক সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রী বলেন, “অনেকে বলেছিলেন ১০ তারিখ থেকে শুরু করতে। কেউ বলেছিলেন ১৫ তারিখ থেকে করুন। কিন্তু আমি ভেবেছিলাম, বাংলায় পুজো কবে শুরু হচ্ছে? পিতৃপক্ষের পরে নবরাত্রির প্রথম দিনেই হোক নতুন সূচনা। সেই কারণেই মহালয়ার পরের দিনকেই বেছে নেওয়া হয়েছে”।

নতুন জিএসটি কাঠামো কী?
এবার থেকে থাকবে মূলত দুটি করের হার— ৫% এবং ১৮%।
বাদ দেওয়া হয়েছে ১২% ও ২৮% হারের ধাপ।
আগে যেসব পণ্য ১২% করের আওতায় ছিল, সেগুলি নেমে আসবে ৫%-এ।
২৮% করের আওতাভুক্ত পণ্য নামবে ১৮%-এ।
পাশাপাশি চালু হচ্ছে একটি বিশেষ কাঠামো— ‘সিন ট্যাক্স’ বা পাপের পণ্য কর, যা বিলাসবহুল সামগ্রী ও তামাকজাত দ্রব্যের ওপর প্রযোজ্য হবে।

nirmalaah.jpg

অর্থমন্ত্রী বাংলার প্রসঙ্গ টেনে এই সিদ্ধান্তকে “সাংস্কৃতিক সংযোগের প্রতিফলন” বলে ব্যাখ্যা করলেও, বিরোধীরা ভোটের রাজনীতির দিকটিই দেখছেন।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আজ উনি যে সুফল বোঝাচ্ছেন, সেটা আসলে কুফলকে আড়াল করা। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিষয়টি তুলে ধরেছিলেন বলেই সংশোধন করতে বাধ্য হয়েছেন কেন্দ্র। আগে যেখানে সাধারণ মানুষের পণ্যে বেশি জিএসটি ছিল, সেখানে ধনীদের পণ্যে কর কম ছিল। সেই ভুলকেই ঢাকতে আজ এই নতুন কাঠামোর গল্প বলা হচ্ছে”।

সব মিলিয়ে, বাংলার দেবীপক্ষকে কেন্দ্র করে নতুন জিএসটির সূচনা রাজনৈতিক তর্জার নতুন রঙও এনে দিল।