/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট বহুবার কেঁপে উঠেছে রাজনৈতিক স্লোগানে, আন্দোলনের ডাকে। অথচ ড্রামা ক্লাবের অনুষ্ঠানের রাতে পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় এতদিন চুপ ছিল ক্যাম্পাস। সেই নীরবতার অবসান ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়।
ব্যানার হাতে পথে নামলেন পড়ুয়ারা। তাতে কোনও সংগঠনের ছাপ নেই—শুধু সাদা কাপড়ে লেখা ছিল ‘নিরাপত্তার দাবি’। অনামিকার মৃত্যুর সাত দিনের মাথায় এই প্রথমবার প্রতিবাদে ফেটে পড়ল যাদবপুর। মিছিলে শোনা গেল আজাদির স্লোগান, নিরাপত্তা প্রদানের দাবি, একইসঙ্গে সিসিটিভি বসানো নিয়েও মতবিরোধের সুর।
মিছিল থেকে এদিন এক পড়ুয়া অভিযোগ করে বলেন, “এই ঘটনার জন্য একমাত্র দায়ী কর্তৃপক্ষ। কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। ঠিক মতো গার্ড নেই। রাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পর্যন্ত নেই। রাত হলেই মেয়েদের বেশিরভাগ বাথরুম বন্ধ করে দেওয়া হয়—এটাই বাস্তব”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/17/1757896417_newjadavpur-university-2025-09-17-21-53-44.jpg)
পড়ুয়াদের দাবি, ক্যামেরার বিরোধিতা করছেন না কোনও পড়ুয়াই। কিন্তু নজরদারি নয়, নিরাপত্তার জন্য বসানো হোক—এই দাবিই তুলেছেন তাঁরা। তাঁদের মতে, সিসিটিভি বসানোর আগে অল স্টেক হোল্ডার মিটিং জরুরি।
তবে মিছিলে যতটা উচ্ছ্বাস ছিল, তা ক্যাম্পাসের বাইরে গড়ায়নি। গোলপার্ক পর্যন্ত যাওয়ার কথা থাকলেও গেটের বাইরে বেরোনোর আগেই থেমে যায় এদিনের যাদবপুরের প্রথম ‘নিরাপত্তা মিছিল’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us