/anm-bengali/media/media_files/2025/09/18/roboshankarmain-1758188594-2025-09-18-22-49-48.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর প্রয়াত। দুই দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে চেন্নাইয়ের জিইএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
/anm-bengali/media/post_attachments/cinemaexpress/2025-09-18/zaflladl/Robo-Shankar-739204.png)
তামিল সিনেমার পর্দায় কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন রোবো শংকর। তাঁর অনন্য স্টাইল, হাস্যরস এবং স্বতঃস্ফূর্ত সংলাপ পরিবেশন তাঁকে তামিল চলচ্চিত্র জগতের অন্যতম প্রিয় শিল্পীতে পরিণত করেছিল। সিনেমার পাশাপাশি বহু টেলিভিশন শোতেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর আকস্মিক প্রয়াণে তামিল চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী অভিনেতা-অভিনেত্রী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। চলচ্চিত্র জগৎ মনে করছে, রোবো শংকরের মৃত্যু তামিল বিনোদন দুনিয়ার এক বড় ক্ষতি।
/anm-bengali/media/post_attachments/8ec73e37-352.png)
Tamil actor and comedian Robo Shankar passes away after being admitted in a critical condition two days ago, GEM Hospital confirms. pic.twitter.com/YQOGr7b0sg
— ANI (@ANI) September 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us