পারিবারিক রীতি, গ্রামের বাড়িতে নিজের হাতে পুজো করেন বিধায়ক সৌমেন মহাপাত্র

পূর্বপুরুষের পুজো এখন নিজেই চালাচ্ছেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-18 at 6.02.06 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কাজের সূত্রে দীর্ঘ কয়েক বছর নিজের পরিবার নিয়ে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে। কিন্তু দুর্গাপুজোয় নিজের জন্মস্থান অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিন্ডরুইতে নিজের গ্রামের বাড়িতে আসেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পূর্ব পুরুষের শুরু করা পুজো এখন নিজের হাতেই করেন সৌমেন মহাপাত্র। কাজের সূত্রে বিধায়কের গ্রামের বাড়ির বেশীরভাগ সদস্যরা বিদেশে থাকেন। পূজোর কয়েকদিন আগেই সবাই বাড়িতে ফেরেন। সবার সঙ্গে দেখা, জমিয়ে আড্ডা, খাওয়া সবই চলে। বাড়ির পুকুরের জল ঘটে তুলে পুজো শুরু হয়। বাড়িতেই তৈরি হয় প্রতিমা। অঞ্চলি, কুমড়ো বলি, সিঁদুর খেলা, কুমারী পুজো সবই হয় নিয়ম মেনে। বিধায়ক সারা বছর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও পুজোর কয়েকটা দিন পরিবারের লোকজনদের সঙ্গেই কাটান। ভোগ বিতরনে সামিল হয় গ্রামবাসীরাও। সব মিলিয়ে পুজোর কটা দিন নিজের গ্রামের বাড়িতে ভালোই সময় কাটান বিধায়ক সৌমেন মহাপাত্র। 

Soumen