/anm-bengali/media/media_files/2025/09/18/whatsapp-image-2025-09-18-2025-09-18-16-14-52.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বামনগোলা: বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুইপাশের মেলা এবং জনসমাগম ছিল চোখে দেখার মত।
ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায়, মালদা পরিষদের সদস্য অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজোল পঞ্চায়েত সমিতি সদস্য দীপঙ্কর হালদার, নমামী গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
এই বছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত রাখতে ও জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিডিও মনোজিত রায় বলেন, "কাপড় কাঁচা, মূর্তি বিসর্জন, পুজোর সামগ্রী ফেলে দেওয়া , নদীর ধারে শৌচকর্ম করা, মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতি কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ বাড়ছে। আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প-কারখানা যেমন উন্নত, তেমনি ব্যাপক এ অঞ্চলের কৃষি ব্যবস্থা। ফলে কলকারখানা থেকে আবর্জনা ও রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে মিশছে। এর উপর মানুষ এবং জন্তু-জানোয়ারের বর্জ্য পদার্থও এসে মিশেছে গঙ্গার বুকে। ফলে গঙ্গার জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/18/whatsapp-image-2025-09-18-2025-09-18-16-20-52.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us