New Update
/anm-bengali/media/media_files/eV7NuyrnBPb6q6nKrLK0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেষ, মিথুন ও কন্যা রাশির আজকের দিন কেমন যাবে, জানুন-
মেষ রাশি- উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। নতুন কোনও কাজে সাফল্য। ব্যবসার দিকে ভাল মন্দ থাকতে পারে, বন্ধুদের উপর অর্থ অপচয় হতে পারে। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে।
মিথুন রাশি- সাধু সঙ্গ লাভ হবে। সাধু সঙ্গ সারাদিন পাবার জন্য মানসিক আনন্দ বাড়তে পারে। কোনও বড় কারনে অর্থ ক্ষতি হবার যোগ আছে। ব্যবসার দিকে কোনও নতুন কিছু ভাবনা সফল হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
কন্যা রাশি- প্রেমের ব্যপারে একাকিত্ত আসতে পারে। তবে বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। কোনও কাজের দ্বারা আজ মহান হতে পারবেন। ভাই বোনের কোনও সমস্যা বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের থেকে সাবধান থাকুন।