উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে আট জন নিখোঁজ হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Uttarakhand aa

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি আঘাত হেনেছে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায়। প্রবল বৃষ্টির ফলে হঠাৎ পাহাড় ধসে ও জল নামায় একাধিক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন।

চামোলির দেওয়াল ব্লকের মোপাটা এলাকায় ত্রাসের ছবি। এখানেই তুষার সিং এবং তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছেন। একইসঙ্গে বিক্রম সিং ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের গোয়ালঘর ভেঙে পড়ায় প্রায় ১৫ থেকে ২০টি গরু-ছাগল মাটির নিচে চাপা পড়ে মারা গেছে।

রুদ্রপ্রয়াগ জেলার পরিস্থিতি আরও ভয়াবহ। অন্তত ছ’জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। আলকানন্দা এবং মন্দাকিনী নদীর জল ক্রমাগত ফুলে উঠছে, আর তাদের সঙ্গমস্থল সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে।

landslide

কেদারনাথ উপত্যকার লাওয়ারা গ্রামে মোটর রাস্তার ওপরের একটি সেতু তীব্র স্রোতের ধাক্কায় ভেসে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চেনাগাড় এলাকাতেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তবে টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধি উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন সতর্কবার্তা জারি করেছে এবং সেনা ও এনডিআরএফ দলকে প্রস্তুত রাখা হয়েছে।