New Update
/anm-bengali/media/media_files/2025/08/29/gul-fizar-2025-08-29-13-07-36.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের অমরোহায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল গুল ফিজারের। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী পারভেজ ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নেমে আসে পণের দাবির নির্যাতন।
অভিযোগ, সম্প্রতি সেই পণ না মেলায় শ্বশুরবাড়ির লোকেরা গুল ফিজাকে জোর করে অ্যাসিড খাওয়ায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মোরাদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণ হারালেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
গুল ফিজার বাবা ফুরকান জানিয়েছেন, বিয়ের পর থেকেই মেয়েকে স্বামী, শাশুড়ি ও অন্যান্য পরিবারের লোকজন পণের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। শেষ পর্যন্ত সেই নির্যাতনই কেড়ে নিল মেয়ের প্রাণ।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us