হাওড়ায় গ্রেপ্তার কীর্তিমান চোর

১০০-র বেশি চুরি ছিনতাইয়ে অভিযুক্ত। হাওড়ায় গ্রেপ্তার কীর্তিমান চোর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-29 at 10.44.48 AM

JAGATBALLAVPUR

নিজস্ব সংবাদদাতা - ১০০-টিরও বেশি চুরি ছিনতাই এর সাথে যুক্ত,একথা হাসি মুখেই স্বীকার করলেন বছর ৬৩র অভিযুক্ত। অভিযোগ অনেক জায়গাতেই আছে,আবার মাঝে মাঝে শুধু গণধোলাই দিয়েই ছেড়ে দেয় বলে দাবি করলো খোদ অভিযুক্তই। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে, হাওড়া, উত্তর ২৪ পরগনা পুলিশের চোখে ধুলো দেওয়া এই কীর্তিমান অবশেষে ধরা পড়লো জগৎবল্লভপুরে। প্রাক্তন পুলিশ কর্মীর গাড়িতে ঝোলানো ব্যাগ থেকে, ১৫০০০  টাকা হাতসাফাইয়ের ঘটনার তদন্তে নেমে, সিসিটিভি ফুটেজ দেখে নাগালে আসে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা সামিয়েল বিশ্বাস।

WhatsApp Image 2025-08-29 at 10.44.32 AM
JAGATBALLAVPUR

উত্তর ২৪ পরগনার ৩ তিনটি থানা, হাওড়ার ৭-৮ টি থানা সহ, কলকাতার একাধিক থানার পুলিশ খুঁজে বেড়াচ্ছিলো এই কীর্তিমানকে। প্রতিদিন হালিশহর থেকে ট্রেনে করে হাওড়াতে এসে চুরি ছিনতাই করে ফিরে যেত। কখনও ধরা পরে গেলেই খেত পাবলিকের মার, আর সেরা অজুহাত ছিল স্ত্রীর অসুস্থতা। বয়স্ক মানুষ হিসেবেই বারবার ছাড় পেয়ে যেত এই কীর্তিমান। আর সেই সুযোগ নিয়েই দিনের পর দিন চলতো চুরি ছিনতাই।