New Update
/anm-bengali/media/media_files/2025/08/29/whatsapp-image-2025-08-29-at-2025-08-29-10-29-57.jpeg)
PROTEST
নিজস্ব সংবাদদাতা - উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের, রুপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি ১৪৩ নম্বর বুথে, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে রাস্তার হাল বেহাল। একাধিক জায়গায় ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। আর তাই এবার ভালো রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
এ বিষয়ে প্রশ্ন করলে রুপমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মন্ডল জানান,''আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। যদি সেরকম কোনও কিছু থেকে থাকে নিশ্চয়ই সেটা আমরা দেখব।'' আবার অপরদিকে এই বিষয়ে বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন,''খালি বিজেপি করার অপরাধেই কুমিরমারিতে রাস্তাঘাট ও কোন উন্নয় করেনি তৃণমূল সরকার।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us