New Update
/anm-bengali/media/media_files/2025/08/12/esplanade_metro_station_green_line_12-2025-08-12-14-41-24.jpg)
নিজস্ব সংবাদদাতা : রবিবার বন্ধ থাকবে ব্রিজি স্টেশন থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো রেল চলাচল,আজ এমনটাই ঘোষণা করলো মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার বিকেল ছাড়তে পর্যন্ত এই রুটে চলবে না কোনও মেট্রো রেল। আসলে, মেট্রো রেলের চলাচলকে যাতে আরও মসৃন করে তোলা যায় আর যাত্রী পরিষেবাকে আরও সুবিধাময় করে তোলা যায় সেই কারণেই ব্রিজি স্টেশনে বসানো হবে একটি টার্ন আউট। আর মূলত সেই কারণেই আগামী রবিবার বন্ধ থাকবে এই রুটের মেট্রো রেল চলাচল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9HYnHeEcu5XLHjBhesh3.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us