“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান

টোকিওতে প্রবাসী ভারতীয়রা আবেগে ভাসলেন মোদীর সফরে।

author-image
Tamalika Chakraborty
New Update
pm Modi  in japan

নিজস্ব সংবাদদাতা: জাপানে পৌঁছেই প্রবল উচ্ছ্বাসে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক ভারতীয় প্রবাসী। শুধু ভারতীয়রা নন, উপস্থিত ছিলেন অনেক জাপানি নাগরিকও।

ভারতীয় কমিউনিটির শিল্পীরা গান, নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। “যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। অনেকে আবার সম্প্রতি দোহায় ভারতের সফল কূটনৈতিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

pm modi

প্রবাসীদের সঙ্গে এমন মিলনমেলা মোদীর বিদেশ সফরের এক নিয়মিত দিক হয়ে দাঁড়িয়েছে। এই সফরেও তার ব্যতিক্রম ঘটেনি। টোকিওতে উপস্থিত ভারতীয়রা জানান, তাঁরা চান ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর হোক।

ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে প্রবাসী ভারতীয় ও স্থানীয় মানুষের এই আবেগঘন অভ্যর্থনা আবারও প্রমাণ করল, বিদেশে বসবাসকারী ভারতীয়দের মনে মোদীর জনপ্রিয়তা কতটা গভীর।