New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ নজরদারি জাহাজ ধ্বংস করার দাবি করলো রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন হামলায় ডানিউব নদীর ব-দ্বীপের কাছে স্থিত, ইউক্রেনের জাহাজ ‘সিমফেরোপল’ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,"ইউক্রেন নৌবাহিনীর সবচেয়ে বৃহত্তম নজরদারি জাহাজ সিমফেরোপল, যা গত এক দশক ধরে ইউক্রেনের নৌবাহিনীতে যুক্ত হওয়া সবচেয়ে বড় জাহাজ হিসেবে বিবেচিত হচ্ছিলো, একটি ড্রোন হামলায় ডুবে গেছে।" জানা গেছে, রাশিয়ার হামলার সময় ওই জাহাজটি ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে কাজ করছিল। রাশিয়ার দাবি, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহে এই জাহাজটি দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছিল। অন্যদিকে, ইউক্রেন এই হামলার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/07/pYLo2txPnxYcdcALUr0G.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us