ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সুপ্রিম কোর্ট জানালো, কোনো মানুষকে শুধু ভাষার ভিত্তিতে আটক করা যাবে না।

এদিন আদালত পশ্চিমবঙ্গে মুসলিম শ্রমিকদের সম্ভাব্য আটক নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ব্যাখ্যা চেয়েছে।  সুপ্রিম কোর্টের বিচারক সূর্য কান্ত ও জয়মালা বাগচী কেন্দ্রকে প্রশ্ন করেন, “মানুষকে কি শুধু ভাষার কারণে আটক করা হচ্ছে?”

arrested a

বিচারকরা বলেন, “দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক, দেশের নিরাপত্তা ও অখণ্ডতা, যা সর্বাগ্রে। অন্যটি হলো ঐতিহ্য ও সাধারণ সংস্কৃতি। পাঞ্জাব ও বাংলার ভাষা একই, কিন্তু সীমান্ত বরাবর বিভাজন আছে। আমরা চাই, আপনি আপনার অবস্থান পরিষ্কারভাবে জানান।”