/anm-bengali/media/media_files/oPx1qBYO6pgaIoVAkSxU.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঘুরছে, আবার মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। একটার পর একটা নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ কোথাওই পুরোপুরি বৃষ্টি থেকে মুক্তি মিলছে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবেই। উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/7YAdcq0U2TR8vQcXdNBh.jpg)
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে দেওয়া হয়েছে কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা পৌঁছবে প্রায় ৯৩ শতাংশে।
এদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই ওড়িশা পেরিয়ে ছত্তীসগড়ে ঢুকে পড়েছে। এর প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us