ওয়াশিংটন ডিসি: দোহায় ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘বন্ধক মুক্তি প্রভাবিত না হোক’
স্ত্রী-সন্তানের সামনেই ভারতীয় বংশোদ্ভূত মোটেল ম্যানেজারের মাথা কেটে নিলেন সহকর্মী ! কোথায় ঘটলো এই ঘটনা ?
ওয়াশিংটন ডিসি: চার্লি কার্ক হত্যাকাণ্ডে শোকপ্রকাশ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
আবার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, এবার উত্তরপ্রদেশ
পশ্চিম সিকিমে ভয়াবহ ভূমিধস, পরপর মৃত্যু
পুজোর সময় মেট্রোতে পড়বে টান, একসাথে কমবে ৩০টিরও বেশি মেট্রো
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের দুর্ঘটনা, রাতেই এলো খবর
জাপোরিঝিয়ায় রুশ হামলা, উসপেনিভকায় নিহত ৬৫ বছরের এক ব্যক্তি
কিয়েভে ট্রাম্পের দূত কিথ কেলগের সঙ্গে জেলেনস্কির বৈঠক

অজিত মাইতি : বেলাগাম মন্তব্য! পাশে নেই তৃণমূল!

নিজেদের দাবি পূরণে যখন আন্দোলনের পথে হাঁটছে কুড়মি সম্প্রদায়ের মানুষজন, সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে খালিস্তানি যোগের দাবি করে বেফাঁস মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর, বিধায়ক অজিত মাইতি। কুড়মি আন্দোলনকারীদের অনেকেই খালিস্তানি পন্থীদের মতো আচরণ করছেন বলে সুর চড়িয়েছিলেন অজিত।

author-image
Pallabi Sanyal
New Update
ajit

অজিত মাইতি

নিজস্ব সংবাদদাতা : বিধায়ক অজিত মাইতির বেলাগাম মন্তব্যকে সমর্থন করছে না তৃণমূল।  এ নিয়ে  মুখ খুললেন মেদিনীপুর সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা। জেলা নেতৃত্বের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠক থেকে স্পষ্টতই তিনি জানিয়ে দিলেন যে , অজিত মাইতির মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। দল কোনওভাবেই সমর্থন করে না এধরণের বক্তব্যকে। অবিলম্বে অজিত মাইতির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

প্রসঙ্গত, নিজেদের দাবি পূরণে যখন আন্দোলনের পথে হাঁটছে কুড়মি সম্প্রদায়ের মানুষজন, সেই সময় আন্দোলনকারীদের সঙ্গে খালিস্তানি যোগের দাবি করে বেফাঁস মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর, বিধায়ক অজিত মাইতি। কুড়মি আন্দোলনকারীদের অনেকেই খালিস্তানি পন্থীদের মতো আচরণ করছেন বলে সুর চড়িয়েছিলেন অজিত। আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে কুড়মিদের মধ্যে।  তবে এখানেই থেমে থাকেননি বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকে দেওয়াল লিখতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে  কুড়মিরা তার পাল্টা দাসপুরের কর্মীসভা থেকে অজিত বলেন,“হাতে চুড়ি পড়ে বসে নেই আমরা। দেওয়াল আমরা লিখবই।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে এহেন ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল।

অজিত মাইতির মন্তব্য কুড়মিদের ভাবাবেগে আঘাত হেনেছে দাবি করে তার বিরুদ্ধে পথে নেমেছে কুড়মিরা। তাদের দাবি, ক্ষমা চাইতে হবে বিধায়ককে।