/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-17-49-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। আপামর বাঙালি মেতে থাকে এই দুর্গাপুজোয়। দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া। তৎকালীন সময়ে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও।বর্তমানে সেই রেডিওর চাহিদা নেই বললেই চলে। যুগের সাথে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা। আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য। মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে সেই চণ্ডীপাঠ শুনতে শ্রুতি মধুর লাগে। তাই তো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের দোকানগুলিতে এমনই ছবি উঠে আসছে বেশ কয়েক বছর ধরে। প্রত্যেক বছর মহালয়ার আগে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুরের মত এলাকায় রেডিওর দোকানগুলিতে ভিড় জমান বয়স্ক মানুষেরা। এদিকে কমেছে রেডিও সারাইয়ের কারিগর, বিক্রি কমেছে রেডিওর। আসলে মুল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রেডিওর পার্টস মিলছে না বর্তমানে, এমনই বলছেন ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের কারিগরেরা। তাদের কথায়, সারা বছর এই রেডিও নিয়ে তেমন চাপ বা রেডিও মেরামতে গ্রাহকের চাপ থাকে না। তবে মহালয়ার ঠিক আগে বাড়িতে ধুলো পড়া রেডিও ঝেড়ে মুছে তা সারাইয়ের জন্য দোকানে দিয়ে আসেন এখনও বয়স্করা। মোবাইল বা টেলিভিশনে নয়, এখনও মহালয়া শোনার জন্য রেডিওয় কান পাতেন অনেকেই। তাই মহালয়ার আগে গ্রাহকদের আবদারে রেডিও সারাইয়ে ব্যস্ত হয়ে পড়েন ইলেকট্রনিকস দোকানের কারিগরেরা। এমনই ব্যস্ততার ছবি ধরা পড়ল চন্দ্রকোনার গোঁসাইবাজারে রেগুলেটেড মার্কেট কমপ্লেক্সে একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকানে। ওই দোকানির কথায়, ইচ্ছা না থাকলেও বয়স্ক কিছু গ্রাহক রয়েছে তারা আবদার করে মহালয়ার আগে যেনো রেডিওটা ঠিকঠাক চলে যাতে চণ্ডীপাঠ শোনায় কোনো বিঘ্ন না ঘটে। যুগের হাওয়ায় মোবাইল ও টেলিভিশনের রমরমার মাঝে ক্রমশ বিলুপ্তির পথে চলা রেডিও প্রাণ ফিরে পেতে চলেছে মহালয়ায়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2020/09/Mahalaya-740x609-310138.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us