/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দোহায় ইসরায়েলের হামলার জেরে বন্ধক মুক্তি প্রক্রিয়া প্রভাবিত হতে পারে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী বক্তব্য রেখেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আশা করি এর কোনো প্রভাব পড়বে না। আমরা চাই বন্ধকরা মুক্ত হোক এবং খুব দ্রুত মুক্ত হোক।”
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা চাইছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত বন্ধক মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হোক।
#WATCH | Washington, DC | On Israel's attack in Doha affecting the hostage release, US President Donald Trump says, "... Hopefully it won't affect it at all. We want the hostages out and we want them out soon..."
— ANI (@ANI) September 11, 2025
Source: US Network Pool via Reuters pic.twitter.com/OAghymHCj2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us