ওয়াশিংটন ডিসি: দোহায় ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘বন্ধক মুক্তি প্রভাবিত না হোক’

দোহায় ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: দোহায় ইসরায়েলের হামলার জেরে বন্ধক মুক্তি প্রক্রিয়া প্রভাবিত হতে পারে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী বক্তব্য রেখেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আশা করি এর কোনো প্রভাব পড়বে না। আমরা চাই বন্ধকরা মুক্ত হোক এবং খুব দ্রুত মুক্ত হোক।”

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা চাইছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত বন্ধক মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হোক।