New Update
/anm-bengali/media/media_files/2025/09/11/9c8b6a5d-4df1-402a-9a71-1d02633a762b-2025-09-11-21-35-06.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য সঙ্গীত একাডেমির ব্যবস্থাপনায় এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, খড়গপুর এর আয়োজনে আজ থেকে ৪৩ জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো ৪ দিন ব্যাপী "রবীন্দ্রসংগীতের কর্মশালা"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/l9G0jNlsPn9NiFoF5Umw.jpg)
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক পাতিল যোগেশ আশোকরাও, আই.এ.এস, বিধায়ক দীনেন রায়, বরুন মন্ডল,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক,পশ্চিম মেদিনীপুর,সৌমেন দাস,সমষ্টি উন্নয়ন আধিকারিক,খড়গপুর -১ ব্লক ও অন্যান্যরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us