পশ্চিম সিকিমে ভয়াবহ ভূমিধস, পরপর মৃত্যু

নিখোঁজ একাধিক।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-12 6.53.39 AM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম সিকিমের ইয়াংথাং বিধানসভা এলাকার আপার রিম্বিতে মধ্যরাতে ভয়াবহ ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও তিনজন নিখোঁজ বলে জানিয়েছেন গেয়জিং-এর পুলিশ সুপার ছে’রিং শেরপা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূমিধসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। স্থানীয় গ্রামবাসী ও সীমান্ত সুরক্ষা বাহিনীর (SSB) সদস্যদের সহায়তায় পুলিশ দল উদ্ধারকাজ শুরু করে। বন্যাগ্রস্ত হিউম নদীর উপর গাছের গুঁড়ি দিয়ে অস্থায়ী সেতু নির্মাণ করে আহত দুই মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়।

তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক মহিলা মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।