/anm-bengali/media/media_files/rEeSGdB9YevgC0U2FUI1.jpg)
নিজস্ব সংবাদদাতা : ওয়াশিং মেশিন নিয়ে বিবাদের জেরে এক ভারতীয় বংশোদ্ভূত ম্যানেজারকে তার স্ত্রী ও সন্তানের সামনেই শিরশ্ছেদ করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের একটি মোটেলে। পুলিশ জানিয়েছে, ওই নিহত ব্যক্তির বয়স ৫০ বছর। এই ঘটনায় তার এক সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,''ওই অভিযুক্তের এই অপরাধমূলক কাজের সম্পূর্ণ রেকর্ড রয়েছে। মূলত ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে ওই অভিযুক্ত ব্যক্তি ওই ম্যানেজারকে আক্রমণ করে। এই মর্মান্তিক ঘটনাটি যখন ঘটেছে, তখন ওই ম্যানেজারের স্ত্রী ও সন্তান সেখানেই উপস্থিত ছিলেন।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FNMAuSR1V8J3zKzi2ZdD.webp)
এই নৃশংস হত্যাকাণ্ডের পর, স্থানীয় ভারতীয়দের মধ্যে শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us