/anm-bengali/media/media_files/NdTNOWmKxEJ3jVMXPWHI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিত্য সমস্যা চলছেই, তার মধ্যেই পুজোর মুখে মেট্রো যাত্রীদের জন্য এলো নতুন দুর্ভোগের আশঙ্কা। এবার থেকে আর দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ২৭২টি পরিষেবা চালু থাকবে না। কমে দাঁড়াচ্ছে ২৪০ পরিষেবায়। অর্থাৎ ৩২টি পরিষেবা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত না গিয়ে টালিগঞ্জ পর্যন্তই চলবে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ পর্যন্ত এই ৩২টি ট্রেন চলাচল করবে এবং সেখান থেকে ফের দক্ষিণেশ্বরে ফিরে আসবে।
বর্তমানে মেট্রো কর্তৃপক্ষের হাতে মাত্র ২৮টি রেক রয়েছে, ইস্ট-ওয়েস্ট ও উত্তর-দক্ষিণ করিডর মিলিয়ে। এর মধ্যে নতুন করে কিছু ডালিয়ান কোচ কলকাতা বন্দরে পৌঁছালেও এখনও তাদের ট্রায়াল রান শুরু হয়নি। ফলে স্বাভাবিক পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/9HYnHeEcu5XLHjBhesh3.jpg)
তবে যাত্রীদের একাংশের প্রশ্ন— “দুর্ভোগ কমাতে গিয়েই কি সমস্যার বোঝা আরও বাড়ছে না?” বিশেষত পুজোর ভিড়ে পরিষেবা স্বাভাবিক হবে কি না, তা নিয়েও সংশয় রয়ে যাচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, পরিষেবা কাটছাঁট হলেও পিক আওয়ারে ৫ মিনিট অন্তর এবং তার বাইরে ৭ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us