যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের দুর্ঘটনা, রাতেই এলো খবর

চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jadavpur University

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের মর্মান্তিক ঘটনা। তৃতীয় বর্ষের এক ইংরেজি বিভাগের ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন ইউনিয়ন রুমের কাছে ঝিলে পড়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তখন ওই এলাকায় একটি ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ফলে সন্ধ্যার পর ভিড় ছিল প্রবল। এরইমধ্যে ছাত্রীটি বাথরুম করতে গিয়েছিলেন। সেখান থেকেই দুর্ঘটনা ঘটে। প্রায় ৫ থেকে ৭ মিনিট পরে বন্ধুরা বিষয়টি টের পান। দ্রুত তাঁকে ঝিল থেকে উদ্ধার করে প্রথমে শ্বাসপ্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। পরে নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিকেল কলেজে, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

publive-image

ঘটনার খবর পেয়ে যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যও হাসপাতালে পৌঁছেছেন।

ছাত্রী মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এর সঙ্গে সঙ্গেই ফের একবার ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রছাত্রীদের দাবি, যথাযথ সুরক্ষার ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে।