আবার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, এবার উত্তরপ্রদেশ

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক।

author-image
Aniket
New Update
Murder

File Picture


নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বুলন্দশহরের বিবি নগর থানা এলাকার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বামীকে হত্যার অভিযোগে এক মহিলা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসপি সিটি শঙ্কর প্রসাদ জানান, মহিলাটি গত দুই বছর ধরে তার প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। স্বামীকে হত্যার জন্য তারা পরিকল্পনা করে। দু’জনে মিলে ওড়নার সাহায্যে শ্বাসরোধ করে স্বামীকে খুন করে।

পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপরাধের কথা স্বীকার করে। ঘটনার তদন্তের পর তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা (BNS)-এর ধারা ১০৩ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।