New Update
/anm-bengali/media/media_files/6XZbRP0mC4GadpafJV2b.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে অশান্তি যেমন থামার নয়, শাসক-বিরোধীর একে অপরকে টিপ্পুনি কাটাটাও যেন থামার নয়। এবার বাম নেতা সুজন চক্রবর্তীকে আক্রমণ কুণাল ঘোষের। তার বুথ কালিকাপুরে ফুটেছে জোড়া ফুল। স্ক্রিন শট শেয়ার করে জয়ের প্রমাণ দিলেন কুণাল। সোনারপুরের কালিকাপুর-১ অঞ্চলের দুটি বুথে অনেকটাই এগিয়ে শাসক দল। পিছনেই রয়েছে সিপিএম। অর্থাৎ তৃণমূল প্রথম, বামেরা দ্বিতীয় ও বিজেপি তৃতীয়।
সুজন চক্রবর্তীর নিজের বুথেও সিপিএমের হার এবং @AITCofficial র জয়। pic.twitter.com/T90JtRGrgp
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 15, 2023