New Update
/anm-bengali/media/media_files/iuJFiS9PabljywgB5hY6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন বড় পদক্ষেপ নিয়ে সকলকে চমকে দিল সিবিআই (CBI)। সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের ভুয়ো সার্টিফিকেট দেওয়া এবং গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির জন্য এই জাল শংসাপত্র ব্যবহারের ঘটনায় সিবিআই একটি মামলা দায়ের করেছে।
CBI has registered a case in connection with the issuance of false certificates of reserved category candidates and the use of these fake certificates for admission in medical colleges in West Bengal for the last three years.
— ANI (@ANI) January 26, 2024