যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু ! ঝিলপাড় থেকে উদ্ধার দেহ

ফের শিরোনামে যাদবপুর।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : গতকাল গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসের মধ্যে, অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক ছাত্রীর দেহ। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান,''বৃহস্পতিবার অনেক রাতে রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।''

murder

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে,গতকাল বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের ঝিলপাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান,''ওই ছাত্রী সন্ধ্যায় তার সহপাঠীদের সঙ্গে ওই এলাকায় গল্প করছিলেন। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।''

ওই ছাত্রীর দেহ উদ্ধার করার পর ওই ছাত্রীর অন্যান্য বন্ধুরা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীরা তাকে দ্রুত একটি স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যাদবপুর পুলিশকে ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে।