'চমৎকার নেতা' ছিলেন বলসোনারো ! ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের কারাদন্ড নিয়ে খুশি নন ট্রাম্প

কেন এই কথা বললেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে, দীর্ঘ ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। আর এবার এই বিষয়েই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''জাইর বলসোনারো একজন অসামান্য নেতা ছিলেন । তার এই পরিণতি আসলে ব্রাজিলের জন্যই ভয়াবহ।"

Screenshot 2025-09-12 7.22.09 AM

সম্প্রতি বলসোনারোকে, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা দখলের চেষ্টা করার ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করেছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ের পর একদিকে যেমন বলসোনারোর সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন, অন্যদিকে তার বিরোধীরাও আবার এটিকে গণতন্ত্রের বিজয় বলে মনে করছেন।