New Update
/anm-bengali/media/media_files/dvGcSFgSAamiykJbi54e.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে চিকিৎসক থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞ গোয়েন্দারাই বলছেন এই ঘটনায় যুক্ত একাধিকজন। শুধু অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছেন, তেমনটা নয়। আছেন আরও কোনও বড় মাথাও। আর তাই এবার তদন্তে সেই দিকেই এগোচ্ছে কলকাতা পুলিশ।
/anm-bengali/media/media_files/PKclm35WAmMzh4E79LVh.jpg)
আজ আরও পুঙ্খনাপুঙ্খ তথ্য খুঁজতে ‘অভিশপ্ত’ সেমিনার হলে পা রাখছেন ময়নাতদন্ত বিভাগের ৫ সদস্যের দল। যারা ওই চিকিৎসকের পোস্টমর্টেম করেছিলেন, তাঁদের মধ্যেই কয়েকজন আজ ফের আসছেন আরজি করে। ঘটনাস্থলে আরও কিছু প্রমাণ মেলে কিনা সেটাই খতিয়ে দেখবে তারা।
/anm-bengali/media/media_files/lkwRMfix2TSv0F2a53DS.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us