অভিষেকের সরাসরি হুঁশিয়ারি: “মতুয়ারা বিজেপির ক্যাম্পে যাবেন না—ফাঁদে পা রাখবেন না”

মতুয়াদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জনসভায় সরাসরি মতুয়া সম্প্রদায়কে আবেদন জানালেন। তিনি বলেন, বিজেপি নাটক করে বলছে তারা আপনাদের জন্য ক্যাম্প খুলেছে, কিন্তু বাস্তবে তারা কাউকেই নাগরিকত্ব দেননি। এদের ফাঁদে পা দেবেন না। অভিষেক সাবধান করে বলেন, “যদি তাদের শিবিরে যান, আপনাদেরও একই পরিণতি হবে, যেভাবে অসমে ১২ লাখ মানুষকে কষ্ট পেতে হয়েছে।” তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস মাটিতে থেকে প্রতিরোধ করবে এবং যতক্ষণ দলের কর্মীরা ঐ মাঠে দাঁড়িয়ে থাকবে, একজনও মতুয়া বা রাজবংশীকে বিতাড়িত হতে দেওয়া হবে না। অভিষেক বলেছিলেন, প্রয়োজনে তাদের রক্ষা করতে “আমাদের মৃতদেহের উপর দিয়ে বিজেপিকে হেঁটে যেতে হবে” — শক্ত সুরে এভাবেই তিনি দল ও সম্প্রদায়ের মানুষকে আশ্বাস দিলেন।

abhishek kl1