ভয় দেখিয়ে বাংলা থেকে দুই কোটি ভোটারের নাম কাটতে চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভারতের রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র উত্তাপ। নাগরিকত্ব এবং এসআইআর ইস্যুতে কেন্দ্রকে কঠোর আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বাংলার মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা: এসআইআর বিতর্কের মধ্যেই মঙ্গলবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানান, দেশের গণতন্ত্রকে ভয় দেখিয়ে থামানো যাবে না। বাংলা মাথা নত করে না—এই বার্তাই ফের স্পষ্ট করলেন তিনি।

মঞ্চ থেকে মমতার চাঁচাছোলা অভিযোগ, “দেশে এখনও মীরজাফ্ফর আছে। যাঁর হাতে রক্তের দাগ রয়েছে। ভাবছে সব কিছু ওদের ইচ্ছামতো চলবে? ওরা কি সত্যিই মনে করে স্বর্গে যাবে?” আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে তিনি বলেন, “বাংলাকে ওরা দমানো যাবে না বলে রাগে পুড়ে যাচ্ছে। বাংলার সঙ্গে পেরে ওঠে না, তাই ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে।”

এসআইআর এবং নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে সরাসরি নিশানা করে তাঁর মন্তব্য, “ওরা ভাবছে ২ কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, বাংলাদেশে ঠেলে দেবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বাংলা দখল করবে। গদিওয়ালারা ভাবে ক্ষমতা চিরদিন থাকবে।”

Mamata

তারপরই নোটবন্দি প্রসঙ্গ তুলে পুরনো ক্ষত আবার উন্মোচন মুখ্যমন্ত্রীর। “রাতারাতি নোটবন্দি করা হয়েছিল। আমি প্রথম দিন থেকেই বিরোধিতা করেছি। বলেছিল কালো টাকা ফেরত আসবে—এসেছে? বরং গায়েব হয়ে গেছে! লাইনে দাঁড়িয়ে শতাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়। কারও কোনও জবাবদিহি আছে?”

এতেই থামেননি তিনি, বলেন, “এখন এলআইসি-র টাকাও নিরাপদ নয়। মানুষের সঞ্চয়ও ওরা রক্ষা করতে পারে না। শুধু ভয় দেখানো, নাগরিকত্বের নামে মানুষকে আতঙ্কে রাখা—এই রাজনীতি বাংলায় চলবে না।”

তৃণমূলের বার্তা স্পষ্ট—সরকারি নীতি ও নাগরিকত্বের নামে ভয় দেখানো হলে রাস্তায় নামবে জনতা, আর সেই নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।