ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ২০ জন

দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত; আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
bilaspur-train-accident-highlights-news-updates-overshooting-red-signal-by-passenger-train-likely-cause-says-railway-board

নিজস্ব সংবাদদাতা: বিলাসপুরের কাছে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে, এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (South East Central Railway)।

local train hits goods train in bilaspur chhattisgarh - बिलासपुर में  मालगाड़ी से टकराई लोकल ट्रेन, 7 की मौत, कई यात्री घायल | Jansatta

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে, এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।