/anm-bengali/media/media_files/2025/11/05/virginia-2025-11-05-07-30-45.png)
নিজস্ব সংবাদদাতা: ভার্জিনিয়ার রাজনীতিতে ইতিহাস। প্রথমবার কোনও মহিলা উঠলেন গভর্নরের আসনে—ডেমোক্র্যাট অ্যাবিগেইল স্প্যানবার্গার। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসম আর্ল-সিয়ার্সকে হারিয়ে মঙ্গলবার বিশাল জয়। আর এই মুহূর্তেই গোটা আমেরিকার রাজনৈতিক মানচিত্রে নতুন বার্তা—হোয়াইট হাউসের আগে ভার্জিনিয়ায় নীল ঝড়। ২০২৬ মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের হাতে বিরাট মনোবল।
অ্যাবিগেইল—পেশায় প্রাক্তন CIA অফিসার, তিনবারের কংগ্রেস সদস্য। প্রচার জুড়ে তাঁর একটাই কথা—অর্থনীতি ও স্থিতিশীলতা। সাধারণ মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা, কর্মসংস্থানের ওপর জোর। আর একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় প্রশাসনের “অরাজক নীতি” থেকে ভার্জিনিয়াকে বাঁচানোর ডাক। ভোটারদের বার্তা পরিষ্কার—শান্তি, স্থিরতা ও দায়িত্বশীল শাসন।
স্প্যানবার্গারের সাফল্য মানে শুধু এক রাজনৈতিক পালাবদল নয়—চার বছরের রিপাবলিকান শাসনের ইতি। টানা একুশ মাস প্রচারে রাস্তায়-রাস্তায়, দরজায়-দরজায় ঘুরে মানুষের আস্থা কুড়িয়েছেন তিনি। তাঁর প্রচারে নারী ভোটার, মধ্যবিত্ত পরিবার ও তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/virginia-new-governor-2025-11-05-07-32-52.png)
ভার্জিনিয়া এক সময় রিপাবলিকানদের গড় বলে পরিচিত। সেই রাজ্যে এমন ছবি—ডেমোক্র্যাট শিবির বলছে, এটাই ২০২৬ এবং ২০২৮–এর ভবিষ্যৎ সংকেত। রিপাবলিকান শিবিরে ম্রিয়মাণ মুখ, আর ডেমোক্র্যাট শিবিরে উৎসব। প্রশ্ন এখন—আমেরিকা কি সত্যিই রাজনৈতিক রং বদলাচ্ছে? স্প্যানবার্গার কি ডেমোক্র্যাটদের জাতীয় মঞ্চে নতুন মুখ হয়ে উঠতে চলেছেন?
সময় বলবে। তবে আজ ভার্জিনিয়ার আকাশে নীল পতাকা উড়ছে উচ্ছ্বাসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us