সমুদ্রের তলায় শক্তিশালী বিস্ফোরণ! ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প। আতঙ্ক ছড়াল উপকূলে, তবে BMKG জানাল—সুনামির আশঙ্কা নেই। ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।

author-image
Tamalika Chakraborty
New Update
Delhi-Earthquake-Timing

নিজস্ব সংবাদদাতা: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে আবারও কাঁপন। বুধবার সকালে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। হঠাৎ করে সমুদ্রের বুকের নিচে শক্তিশালী কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল উপকূল এলাকায়। তবে স্বস্তির খবর—ইন্দোনেশিয়ার ভূ-অভ্যন্তরীণ সংস্থা BMKG জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির আশঙ্কা নেই। এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই।

কম্পনের কেন্দ্র ছিল সুলাওয়েসির উত্তর উপকূলের ঠিক বাইরে, সমুদ্রের গভীরে। প্রত্যক্ষদর্শীরা জানান, শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হলেও ঘরবাড়ি ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবুও সতর্ক বার্তা জারি আছে—কারণ গত কয়েক দিনে এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। ঠিক এক সপ্তাহ আগে মালুকু দ্বীপপুঞ্জের কাছে ৬.৬ মাত্রার কাঁপুনি কাঁপিয়েছিল বান্দা সাগর এলাকা। সেটিতেও সুনামি হয়নি, কিন্তু ভূমিকম্পের গভীরতা ১৩৭ কিলোমিটার হওয়ায় সেদিনও চিন্তা বেড়েছিল।

earthquake-165333220-16x9_0

ভূমিকম্প প্রধাণ অঞ্চল হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া আবারও রিম অফ ফায়ারের ভয়ংকর বাস্তবতা অনুভব করল। বিজ্ঞানীরা বলছেন, পর্যায়ক্রমিক এই কাঁপন সতর্ক বার্তা দিচ্ছে—প্রকৃতি এখনই থামছে না। উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মানুষজনের মুখে একটাই ভয়—“আরেকটা বড় ধাক্কা কি সামনে?” সময়ই বলবে। তবে আজকের পর ভূমিকম্প-ভীত দ্বীপদেশ আরও একবার টের পেল প্রকৃতির অদৃশ্য শক্তি।